Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টস জিতে মাহারাজের  ঘূর্ণি তোপে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০১:১২ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০১:১২ PM

bdmorning Image Preview
টস জিতে মাহারাজের  ঘূর্ণি তোপে পাকিস্তান


প্রথম টেস্টে ৭ উইকেটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরল টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশায় পাকিস্তান। সে লক্ষ্যে রাওয়ালপিন্ডিতে আজ শুরু হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। শুরুতেই টস জিতলো পাকিস্তান এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

কিন্তু টস জিতে ব্যাট করতে নামার পর প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়েছে বাবর আজমরা। বিশেষ করে স্পিনার কেশভ মাহারাজের ঘূর্ণি তোপে দিশেহারা স্বাগতিকরা। যার ফলশ্রুতিতে ২২ রান না করতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।

ইনিংস ওপেন করতে নামেন ইমরান বাট এবং আবিদ আলি। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ২১ রানের জুটি। বোঝা যাচ্ছিল, তারা দেখে-শুনেই খেলছেন। কিন্তু ইনিংসের ১২তম ওভারে কেশভ মাহারাজের বলে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দেন ইমরান বাট। ৩৬ বলে ১৫ রান করে আউট হন তিনি।

মাঠে নেমে দাঁড়াতেই পারলেন না আজহার আলি। খেললেন মোট ৯টি বল। কিন্তু রানের খাতা খোলার আগেই কেশভ মাহারাজের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ২১ রানে রেখেই পাকিস্তানের ২ উইকেট তুলে নিলেন কেশভ মাহারাজ।

অন্য ওপেনার আবিদ আলি খেলেন ৪৩ বল। রান করেছেন কেবল ৬টি। দলীয় রান তখন ২২। এ সময় পেসার অ্যানরিখ নর্তজের বলে এইডেন মারক্রামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ২২ রানে রেখে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিলো প্রোটিয়ারা।

এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ২০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২। বাবর আজম এবং ফাওয়াদ আলম রয়েছেন উইকেটে। বাবর ১৩ রান এবং ফাওয়াদ ৭ রান নিয়ে ব্যাট করছেন।

Bootstrap Image Preview