Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টসে জিতে তামিমদের ব্যাট করতে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ১২:০১ PM আপডেট: ২৫ জানুয়ারী ২০২১, ১২:০১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের চায় ১০ পয়েন্ট। এই লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ (২৫ জানুয়ারি) মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা।

প্রথম দুই ম্যাচে জেসন মোহাম্মদের দলকে বলে-কয়ে হারিয়েছে বাংলাদেশ। তাই দলে কিছুটা কাটা-ছেঁড়া তো হতেই পারে। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্রাম দেয়া হয়েছে তরুণ হাসান মাহমুদ ও অভিজ্ঞ রুবেল হোসনকে।

হারের যন্ত্রণায় কাতর ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের নির্দয় থাবার ক্ষত নিয়েই তাবু গেড়েছে বন্দরনগরীতে। অন্তত শেষ ওয়ানডেটা জিতে ব্যাথায় কিছুটা মলম লাগাতে চায় ফিল সিমন্সের দল। তাই জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থির বদলে নেয়া হয়েছে জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংকে।

বাংলাদেশ দলে যারা খেলছেন- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ দলে যারা খেলছেন- সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মেদ (অধিনায়ক), কাইল মায়ের্স, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলঝারি জোসেফ, আকিয়াল হোসেইন ও কিওর্ন ওটলে।

Bootstrap Image Preview