Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করলো সেনাবাহিনী ও র‍্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ১১:৪৯ AM আপডেট: ২১ জানুয়ারী ২০২১, ১১:৪৯ AM

bdmorning Image Preview


গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার অন্তর্গত লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় সেনাবাহিনী এবং র‍্যাবের যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

আভিযানিক দল উক্ত স্থান হতে শান্তু চাকমা নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও উক্ত অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ী এলাকায় এ সকল অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। এ সকল দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।

Bootstrap Image Preview