Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ হাতে ইয়াবা ধ্বংস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ১১:৪৫ AM আপডেট: ২১ জানুয়ারী ২০২১, ১১:৪৫ AM

bdmorning Image Preview


গতকাল বুধবার (২০ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়ন কর্তৃক “মাদকদ্রব্য ধ্বংসকরণ ২০২১” অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি বিজিবি'র "মাদকদ্রব্য ধ্বংসকরণ ২০২১" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজ হাতে ইয়াবা ধ্বংসকরণের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি করেন।

বিজিবি, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং কক্সবাজার রিজিয়নের বিজিবি সদস্যদের মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে কাজ করায় ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ কর্তৃক বিগত ০৩ বছরের মালিকবিহীন আটককৃত ১,৭৭,৭৫,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩,৫৭১ ক্যান বিয়ার, ৫,৫১৯ বোতল মদ, ১,৭৩৬ লিটার তরল মদ এবং ১৫ কেজি ৭৩২ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৫৩৫,১৪,৮২,৪৬২/- (পাঁচশত পয়ত্রিশ কোটি চৌদ্দ লক্ষ বিরানব্বই হাজার চারশত বাষট্টি টাকা)।

এছাড়াও বিভিন্ন সময়ে ১৫৪১ জন আসামীসহ ৯২,৩৬,৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট মামলার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

অনুষ্ঠানে কক্সবাজারের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ মহাপরিদর্শক, সচিব সুরক্ষা সেবা বিভাগ, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি/বেসরকারি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview