Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনস্টাগ্রামে বিতর্কিত এক পোস্ট, ৩ ম্যাচ নিষিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৩৯ PM আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৩৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইনস্টাগ্রামে আপলোড করা এক ভিডিও পোস্টে আপত্তিকর ভাষার ইঙ্গিত দেওয়ার অভিযোগে ম্যানচেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানিকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

উরুগুয়ের এই স্ট্রাইকারকে শুধু নিষিদ্ধ করেই থেমে থাকেনি এফএ পাশাপাশি এক লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কাভানিকে নিয়ে এফএ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ফলে জরিমানা আর নিষেধাজ্ঞার পর কাভানিকে অংশ নিতে পারবেন ফিফার শিক্ষামূলক কার্যক্রমে। তবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার ফলে তিনি ১ জানুয়ারি অ্যাস্টন ভিলা, ৬ জানুয়ারি লিগ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটি এবং ৯ জানুয়ারি এফএ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারবেন না।

Bootstrap Image Preview