Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের নতুন কোচ নিয়োগ দিলো বিসিসিআই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯ AM আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩০ AM

bdmorning Image Preview


স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবি খটেছে বিরাটদের।টি-টোয়েন্টি ছাড়া আর কোন ফর্মেটেই ফাইট করতে পারেনি টিম ইন্ডিয়া।সেই কারণে সমালোচকদের তিরে প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছে। এরই মাঝে বিরাটদের ঘরে নতুন অতিথি নিয়ে আসলো বিসিসিআই।

নতুন সহকারী ফিল্ডিং হিসেবে রোহিদের স্কোয়াডে এবার দেখা যাবে  নুয়ান সেনেভিরাত্নে। সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ থেকেই দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

শ্রীলংকান সেনেভিরাত্নে প্রায় একদশকের কাছাকাছি কোচিংয়ে যুক্ত। জাতীয় দলের হয়েও একাধিকবার কোচিংয়ের দায়িত্বে সামলেছেন। বলা হচ্ছে সেনেভিরাত্নের নিয়োগ ভারতীয় দলের ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতে সহায়ক হবে।

গ্রাউন্ড ফিল্ডিংয়ে বিরাটের ফিল্ডাররা যথেষ্ট ভাল। তবে স্লিপ ক্যাচিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। ইংল্যান্ড সিরিজেই স্লিপে দাঁড়িয়ে লোকেশ রাহুল গুরুত্বপূর্ণ মুহূর্তে বেশ কিছু ক্যাচ ছেড়েছিলেন। সেগুলোই ম্যাচে প্রভাব ফেলেছে।

 

Bootstrap Image Preview