Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন কলিংউড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২ AM আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২ AM

bdmorning Image Preview
পল কলিংউড


টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই। তবে দিব্যি চালিয়ে যাচ্ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেট। কিন্তু চলতি মৌসুমে শেষে পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক পল কলিংউড। ডারহামের হয়ে আগামী ২৪ সেপ্টেম্বর শেষবারের মত মাঠে নামবেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে কলিংউডের দীর্ঘ বাইশ বছরের পথ চলার ইতি ঘটবে সেখানেই।

ইংল্যান্ডের একমাত্র বিশ্বজয়ী দলের অধিনায়ক কলিংউড। সাত বছর আগে কেরিয়ারের শেষ টেস্ট কিংবা একদিনের ম্যাচদুটি খেলে ফেললেও কেরিয়ারের শেষ টি২০ ম্যাচটি খেলেছিলেন একবছর আগে পাকিস্তানের বিরুদ্ধে। ৬৮টি টেস্ট, ১৯৭ একদিনের ম্যাচের পাশাপাশি ৩৬ টি টি২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কলিংউড। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা তাঁর অধিনায়কত্বে থ্রি লায়ন্সদের টি২০ বিশ্বকাপ জয়। ২০০৭ সালে ইংল্যান্ডের অ্যাসেজ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 

১৯৯৬ সালে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় প্রাক্তন এই ইংরেজ ক্রিকেটারের। ২০১৩ ডারহামের কাউন্টি চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন পল। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রানসংখ্যা ১৬,৮৯১। স্বভাবতই ২৩ বছর পর ঘরের ছেলের অবসর ঘোষণায় কিছুটা আবেগঘন ডারহাম ক্লাব কর্তৃপক্ষ।

মাঠের ক্রিকেটে ব্যাট বলকে বিদায় বললেও ধারণা করা হচ্ছে কোচিংয়ে নিজের নতুন ক্যারিয়ার শুরু করছেন কলিংউড। চলতি বছর ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড দল। এ সফর দিয়েই ৪২ বছর বয়সী কলিংউডের নতুর অধ্যায় শুরু হবে।

Bootstrap Image Preview