Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় দেশ ছাড়ছেন রুবেল, তামিমের যাওয়া অনিশ্চিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৭ AM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


দিন যতই যাচ্ছে টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের দুবাই যাওয়ার অপেক্ষা ততই বাড়ছে। চলতি মাসের ৯ তারিখ আসন্ন এশিয়া কাপ খেলার জন্য মাশরাফি সহ স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটার দেশ ছাড়েন। ভিসা জটিলতার কারণে যেতে পারেন না তামিম  ও রুবেল হোসেন।

অবশেষে আজ রুবেল হোসেনের ভিসা সমস্যার সমাধান হয়েছে।সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর ফ্লাইট।মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের রুবেল নিজেই এই খবর জানান।কিন্তু তামিমের ব্যাপারে জানতে চাওয়া হলে নিশ্চিত কোন খবর জানাতে পারেননি।

দলের সাথে দুবাই যেতে না পারায় স্বেচ্ছায় মিরপুরে অনুশীলন করছিলেন তামিম ও রুবেল।কিন্তু আজ রুবেলও চলে যাচ্ছেন।এমত অবস্থায় একা হয়ে গেলেন তামিম।তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ভিসা জটিলতা কাটিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল হাসান ,তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমারদাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু,রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

Bootstrap Image Preview