Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিমের পর এপিএলে দল পেলেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ AM আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫১ AM

bdmorning Image Preview


৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রি‌মিয়ার লিগ (এপিএল)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের নতুন এই আসরে দল পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

অভিষেক এপিএলে আফগানিস্তানের পাঁচ প্রদেশ থেকে রয়েছেন পাঁচটি দল। দল গুলো হচ্ছে কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।সোমবার  দুবাইয়ে দেশি বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। 

নিলাম প্রকিয়ায় তামিম ইকবাল ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। মুশফিক সিলভার ক্যাটাগরিতে। তাদের দুজনকে দলে ভিড়িয়েছে নঙ্গরহার দল। তামিম-মুশফিকদের দলে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। এছাড়াও এই দলে ডাক পেয়েছেন বেন কাটিং কিংবা মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটাররা।

এছাড়া পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে কিনেছে পাকতিয়া। ক্রিস গেইলকে আইকন খেলোয়াড় হিসেবে নিয়েছে বালখ। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে আইকন খেলোয়াড় বানিয়েছে কান্দাহার।

 

নিজেদের ক্রিকেটের উন্নয়নে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল, বিপিএল কিংবা সিপিএলের আদলে আয়োজন করতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

Bootstrap Image Preview