Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুক ও রুটের ব্যাটে বড় লিডের পথে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ AM আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ AM

bdmorning Image Preview


টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে বড় রানের পথে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। এর আগে ভারতের প্রথম ইনিংসে টেস্ট অভিষেকেই অর্ধশতরান করে নজর কাড়লেন হনুমা বিহারী। এছাড়া জাদেজার অপরাজিত ৮৬ রানে ভর করে ভারতের প্রথম ইনিংস শেষ হল ২৯২ রানে। ৪০ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১১৪/২। ভারতের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ব্রিটিশরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে ছয় উইকেটে ১৭৪ রানে শনিবার খেলা শেষ করে ভারত। তৃতীয় দিনে টেস্ট অভিষেককারী হনুমা বিহারী এবং রবীন্দ্র জাদেজার পার্টনারশিপ লড়াইয়ে ফেরায় ভারতকে। কেনিংটন ওভালে রবিবার সিরিজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে নজর কাড়লেন ২৪ বছর বয়সী হনুমা বিহারী। অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন হনুমা বিহারী। ১২৪ বলে সাতটি চার ও একটি ছয়ে সাজানো বিহারীর ৫৬ রানের ইনিংস। বিহারী আউট হতেই ফের টেল এন্ডাররা দ্রুত সাজঘরে ফিরলেন। শেষ উইকেটে জশপ্রীত বুমরাকে নিয়ে একা লড়াই চালালেন রবীন্দ্র জাদেজা।

সিরিজের প্রথম চার টেস্টে খেলেননি। সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পর কেনিংটন ওভালে নিয়মরক্ষার টেস্টে ভারতের প্রথম এগারোয় সুযোগ পেয়েছেন। আর এসেই ব্যাটে-বলে সফল রবীন্দ্র জাদেজা। প্রথমে বাঁ-হাতি স্পিনার নিয়েছিলেন চার উইকেট। এর পর ব্যাটে অপরাজিত থাকলেন ৮৬ রানে। তাঁর ইনিংসের সুবাদেই বিরাট কোহালির দল থামল ২৯২ রানে। ৪০ রানের লিড নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ড। কিন্তু জেনিংস (১০) এবং মঈন আলি(২০) প্যাভিলিয়নে ফিরে যেতেই কুক ও রুট হাল ধরেন। কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে তৃতীয় দিনের শেষে ৪৬ রানে অপরাজিত রয়েছেন অ্যালেস্টার কুক। সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক রুট,২৯ রানে।  তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ১১৪। সবমিলিয়ে ১৫৪ রানে এগিয়ে রুটবাহিনী।

Bootstrap Image Preview