Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, নভেম্বার ২০২১ | ১৩ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপে বাড়তি সুবিধা নিচ্ছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫ AM আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৮ AM

bdmorning Image Preview


এশিয়া কাপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ অংশ নিচ্ছে ৬ টি দল। এই আসরকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। তবে এই আসরে বাকি দলগুলোর সঙ্গে একই হোটেলে থাকবে না ভারত।রোহিত শর্মাদের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করা হল। ভারতীয়দের জন্য একটি ভিন্ন হোটেলের ব্যবস্থা করে এশিয়া কাপের আয়োজব বিসিসিআই।

পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং এশিয়া কাপের সময় থাকবে দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। প্রথমে ভারতের জন্যও ওই হোটেলেই রুম বুক করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত বুকিং বাতিল করা হয়।

নতুন করে ঘর বুক হয় দুবাইয়ের গ্র্যান্ড হায়াতে। অথচ, অন্য দলগুলো থাকবে ইন্টারকন্টিনেন্টালে। মানে, রোহিতরা বাকি দলগুলোর থেকে আলাদাই থাকছেন। ফলে, হোটেলে কোনও দেশের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের দেখা হওয়ার সম্ভাবনা নেই।

এশিয়া কাপের আয়োজক বিসিসিআই। আয়োজক দেশ হিসেবেই বোর্ড এই বাড়তি সুবিধা নিচ্ছে বলে মনে করা হচ্ছে। রোহিতরা ছাড়াও হোটেলে থাকবেন অফিসিয়াল ও স্পনসররা। সবাইকে একসঙ্গে না রাখার জন্যই এহেন হোটেল-বদল, জানা গিয়েছে। আয়োজক দেশ হিসেবে রোহিতরা সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। বাকিদের যদিও আবু ধাবিতেও খেলতে হচ্ছে। আর ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলেও ম্যাচ পড়বে দুবাইতে। আর  ফাইনাল তো দুবাইতেই। ফলে, ভারতকে আবু ধাবিতে যেতে হচ্ছে না কোনও ভাবেই।

Bootstrap Image Preview