Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন যে ছয় ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ০৩:১৪ PM আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

সাকিবকে ছাড়াই আসন্ন এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শুধু সাকিব নয়, প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন-তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক। এ’দলের হয়ে আয়ারল্যান্ডে ইনজুরিতে পড়ার কারণে স্কোয়াডে রাখা হয়নি তাসকিনকে।

 

অন্যদিকে প্রাথমিক দলে রাখা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হককে। রাখা হয়েছে সৈয়দ খালেদ আহমেদ ও মো. জাকির হাসানকেও।

বাংলাদেশের ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড :১. মাশরাফি বিন মুর্তজা ২. সাকিব আল হাসান ৩. তামিম ইকবাল ৪. ইমরুল কায়েস ৫. এনামুল হক বিজয় ৬. মুশফিকুর রহিম, ৭. মাহমুদউল্লাহ রিয়াদ ৮. সৌম্য সরকার ৯. সাব্বির রহমান ১০. সাইফ উদ্দিন ১১.  মুস্তাফিজুর রহমান ১২. মোসাদ্দেক হোসেন সৈকত, ১৩. লিটন কুমার দাস ১৪. আবু হায়দার রনি ১৫. নাজমুল ইসলাম অপু ১৬. মেহেদী হাসান মিরাজ, ১৭. মুমিনুল হক সৌরভ ১৮. নুরুল হাসান সোহান ১৯. রুবেল হোসেন ২০. আরিফুল হক ২১. আবু জায়েদ রাহী ২২. নাজমুল হোসেন শান্ত ২৩. শরিফুল ইসলাম ২৪. তাইজুল ইসলাম ২৫. নাঈম হাসান ২৬. কামরুল ইসলাম রাব্বী ২৭. সৈয়দ খালেদ আহমেদ ২৮. মো. জাকির হাসান ২৯. সানজামুল ইসলাম ৩০. মো. মিথুন ও ৩১. ফজলে রাব্বী মাহমুদ।

উল্লেখ্য, চলতি মাসের ২৭ আগস্ট সকাল ৯টার মধ্যে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সেদিন থেকেই শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প।।এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

Bootstrap Image Preview