Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরম পানিতে ধুয়ে বিক্রি হতো ‘ব্যবহৃত কনডম’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:০৩ PM আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০২:০৩ PM

bdmorning Image Preview


ভিয়েতনামের পুলিশ ‘ব্যবহৃত কনডম’ ধুয়ে মুছে পরিষ্কারের পর ফের বিক্রি করা একটি চক্র শনাক্ত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

চলতি সপ্তাহে ভিয়েতনাম টিভিতে (ভিটিভি) সম্প্রচারিত এক ফুটেজে দক্ষিণাঞ্চলীয় বিন দুয়োং প্রদেশের একটি ওয়ারহাউজে ছড়ানো ছিটানো কয়েক ডজন বড় ব্যাগের ভেতর ব্যবহৃত কনডম পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জব্দ ব্যাগগুলোর ওজন ৩৬০ কেজি; ব্যাগগুলোর ভেতর ৩ লাখ ৪৫ হাজারের মতো ব্যবহৃত কনডম আছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ারহাউজটির মালিক ভিয়েতনামের রাষ্ট্রীয় পত্রিকা তুওই ত্রে’কে বলেছেন, প্রতি মাসে ‘অচেনা এক ব্যক্তির কাছ থেকে’ তাদের কাছে বিপুল পরিমাণ ব্যবহৃত কনডম আসতো।

এ ঘটনায় আটক এক নারী পুলিশকে জানিয়েছেন, ব্যবহৃত কনডমগুলো প্রথমে গরম পানিতে সিদ্ধ করা হতো; এরপর শুকানো হতো। তারপর একটি কাঠের পুরুষাঙ্গের সাহায্য নিয়ে নতুন কনডমের মতো আকার দেওয়া হতো। এরপর প্যাকেটে ঢুকিয়ে বিক্রি।

ধুয়ে মুছে পরিষ্কার করা প্রতি এক কেজি কনডমের জন্য ওই নারী পেতেন মাত্র ৪ হাজার ভিয়েতনামি ডং (প্রায় ১৫ টাকা)।

চক্রটি ইতিমধ্যেই কী পরিমাণ ব্যবহৃত কনডম ধুয়ে মুছে বিক্রি করেছে, সে সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ভিটিভি।

Bootstrap Image Preview