Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে কাজ করছে ‘গন্তব্য ইয়ুথ ফাউন্ডেশন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২০, ১০:১৯ PM আপডেট: ০১ জুন ২০২০, ১০:১৯ PM

bdmorning Image Preview


করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই ছিন্নমূল এবং মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে গন্তব্য ইয়ুথ ফাউন্ডেশন।

মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ঢাকা, দিনাজপুর, বগুড়া এবং মুন্সিগঞ্জ জেলায় প্রায় ৩৫০ ( সাড়ে তিন শতাধিক) পরিবারের কাছে ৭ দিন থেকে ১৫ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। নিজেদের দেওয়া অর্থ এবং মানুষের কাছে নিজেদের কাজের কথা জানিয়ে অনুদান সংগ্রহ করে থাকেন তারা। বেশ কয়েক ভাগে কার্য সম্পাদন করেও থেমে যায়নি।

তাদের প্রতিজ্ঞা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাবেন তারা। তারই ধারাবাহিকতায় ৭ দিন মাঠ পর্যায় কাজ করে তাদের ঢাকার সাধারণ সম্পাদক ওয়াসিফ আহমেদ রাফাত খুজে বের করে তালিকা করেন যাদের অবস্থা খুবই করুণ। মিরপুর বেরিবাধের হরিরামপুর এলাকার ৩০০ পরিবারের তালিকা করে তারা।

৩১ জুন বেলা ১২ টায় মিরপুর মাজার রোড সংলগ্ন বাতেন নগর এলাকায় ২০০ পরিবারের হাতে ২০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। এ সময় উপস্থিত সকলের মাস্ক নিশ্চিত করে এবং তাদের হাতে জীবানুনাশক ছিটিয়ে দেয়। স্বেচ্ছাসেবীরা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পরিধান করে সকলের সামাজিক দূরত্ব নিশ্চিত করে আয়োজন পরিচালনা করে। এবং ১০০ মধ্যবিত্ত পরিবার যারা সবার সামনে এসে সাহায্য চেতে পারে না তাদের পরিচয় গোপন রেখে স্বেচ্ছাসেবীরা তাদের বাসায় ২০ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

তাদের আয়োজন সম্পাদনা করতে সহায়তা করেন অগ্রসর ফাউন্ডেশন এবং বিইউএফটি বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন। সংগঠনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক বর্তমান বিজিএমইএ ইউনিভার্সিটির ৩য় বর্ষের শিক্ষার্থী সামাউন আফরাজ ফাহিম জানান মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে আরো। অর্থ সহায়তা পেলে তারা সামনেও সারা দেশে এইভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

Bootstrap Image Preview