Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন ৩০ হাজার পরিবারের পাশে 'গ্রামীণ ট্রাভেলস'..

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:৪০ AM আপডেট: ২৩ মে ২০২০, ১২:৪২ AM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে কর্মস্থলে কাজে যোগ দিতে না পারা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোখলেসুর রহমান। তার উদ্যোগে ও গ্রামীণ ট্রাভেলসের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জের ৩০ হাজার পরিবারের মধ্যে চাল-ডালসহখাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গত দুইমাস ধরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এরইমধ্যে দেশের সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া একসঙ্গে দুই জনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সারাদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ফলে কার্যত পুরোদেশ এখন লকডাউনের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।

তাই করোনা সংকটকালে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান। নিজ উদ্যোগে প্রায় ৩০ হাজার পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দিচ্ছেন তিনি।

গ্রামীণ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জের প্রধান কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী প্যাকেট করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, পোলাউ চাল ১ কেজি, ৫ কেজি ডাল, ৫ কেজি মুড়ি, ৫ কেজি আলু, চিনি ৭৫০ গ্রাম, আটা ১ কেজি, সেমাই ২০০ গ্রাম, দুধ ৭৫ গ্রাম, তেল ৫০০ গ্রাম ও ১ টা করে সাবান।

কয়েকদিনব্যাপী ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল হুদা অলোক, আওয়ামীলীগ নেতা ডা. গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ, গ্রামীন ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর রাকিব উদ্দিন, কর্মকর্তা আব্দুল জলিলসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

আলহাজ্ব মোখলেসুর রহমান বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে সব চেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা। যারা দিন আনে দিন খায়। তাদের এখন কোনও কর্ম নেই। তাই এই মানুষগুলোর কথা চিন্তা করে আমি গ্রামীণ ট্রাভেলসের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি। আশা করি, অন্যান্যসামর্থ্যবানরাও এদের পাশে এসে দাঁড়াবেন।’

 

Bootstrap Image Preview