Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের লিজেন্ডদের মিউজিক শিখাতে চায় নোবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২০, ০১:৫৯ AM আপডেট: ২০ মে ২০২০, ০২:০৪ AM

bdmorning Image Preview


একের পরে এক বিতর্কে জড়িয়েছেন রিয়েলিটি শো খ্যাত গায়ক মঈনুল আহসান নোবেল। তার উগ্র মন্তব্য ও অহমিকার জন্য হয়েছেন সমালোচিতও।  তাই বহুদিন ধরেই আলোচনার বাইরে নোবেল। তার সঙ্গীত ক্যারিয়ারে মৌলিক গান গেয়েছেন মাত্র দুটি। 

মঙ্গলবার হুট করে আবার এলেন আলোচনায়। সেটাও ইতিবাচকভাবে নয়। দেশের লিজেন্ড শিল্পীদের ছোট করে মন্তব্য করে সমালোচনার শিকার হলেন আবারও। 

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়ে নোবেল তার ফেসবুক ওয়ালে লিখলেন, ‌‌'বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।'

নোবেলের এ মন্তব্যের অর্থ বোঝায়  কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন তিনি।

নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, 'দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই।  তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner),  আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)'

নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।


পোস্টের কমেন্টে নবীণ এ শিল্পীর ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে; আত্মপ্রচারণা করে আলোচনায় থাকতেই এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ কারো কারো। কেউ কেউ আবার তাকে নিয়ে হাস্যরসেও মেতেছেন।

চারু পিন্টু নামে একজন মন্তব্য করে লিখছেন, লিজেন্ডরা অলয়েজ লিজেন্ড। কখনো কোন শিল্পী কাউকে অসম্মান করেনা। শিল্পীর চিন্তা খুব বৃহৎ হয় বলে জানি। এমন দাম্ভিকতা দেখানোর কিছু নেই। খুব সহজে লিজেন্ড হওয়া যায়, আবার খুব সহজেও পড়ে যেতেও দেখেছি। সুতরাং অহংকারের কিছু নেই। আপনিও তাদের মতো মৌলিক গান উপহার দিন আপনিও একদিন লিজেন্ড হয়ে উঠলেও উঠতে পারেন। বাট আপনার কোন মৌলিক গান নেই। ওহ ভাল কথা কোনটা মৌলিক কোনটা যৌগিক বা মিশ্র এটা শিখে নিন। এটাও শিখে নিন কাকে শিল্পী বলে আর কাকে গায়ক বলে। শিল্পী ও গায়ক এক নয়। লিজেন্ড অন্য জিনিস, ওটা বেসাতি কারবার এই যেমন আলু পটল কুত্তা বিলাই কেনা বেঁচা হয় এমনই। হাটে যার বেশি টাকায় কেনা বেঁচা হয় সে বেশি লিজেন্ড। আচ্ছা বাদ দিলাম এসব। আসেন অন্যকথা বলি- এক জেমস এর কনসার্ট করতে কত খরচ হয় সম্মানি আর আপনার পেমেন্ট দর কত? এসব হিসেব নিকেশ জানি খুব ভাল করে। বাকিটা আপনার সুমতি হোক।

এর আগেও নোবেল নানা সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তার নিষ্ক্রিয় মস্তিষ্ক স্বয়ং রবীন্দ্রনাথকেও শান্তিতে থাকতে দেননি। শুধু তাই নয়, গুণধর নোবেলের নাম যুক্ত হয়েছে ধর্ষণের অভিযোগেও। এত কিছুর পর দীর্ঘ লকডাউনে নোবেলের উপলব্ধি, তিনি আবার নতুন করে সে দেশের লেজেন্ডদের মিউজিকের ক্লাস নেবেন।

Bootstrap Image Preview