Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লড়াকু জয় নিয়েই মাঠ ছাড়লো ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪৪ PM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১২:৪৪ PM

bdmorning Image Preview


ডারবানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে দুই রানে হারিয়েছে ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ইংল্যান্ড।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করেছে সাত উইকেটে ২০৪ রান। দলটির কোনো ব্যাটসম্যান এদিন হাফ সেঞ্চুরিও করেননি! তবুও দুইশ রান পার করেছে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৪৭* রান করেন অলরাউন্ডার বেন স্টোকস। ৩০ বলে খেলা ইনিংসটিতে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। এছাড়া জেসন রয় ২৯ বলে ৪০, জনি বেয়ারস্টো ১৭ বলে ৩৫ ও অধিনায়ক ইয়ন মরগান ২৪ বলে ২৭ রান করেন।

শেষদিকে মাত্র ১১ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৩৯ রান করেন ম্যাচসেরা নির্বাচিত হওয়া মঈন আলী। প্রোটিয়াদের হয়ে ৪৮ রান খরচায় তিন উইকেট নেন লুঙ্গি এনগিদি।

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক কুইন্টন ডি কক মাত্র ২২ বলে দুটি চার ও আটটি ছক্কায় ৬৫ রান করে ফিরে যান।

আরেক ওপেনার টেম্বা বাভুমা করেন ২৯ বলে ৩১ রান। এরপর ভ্যান ডার ডাসেন ২৬ বলে ৪৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। ডেভিড মিলার ১৬ বলে ২১ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১৩ বলে ২৫ রান করে ভিন্ন ভিন্ন সময়ে জুটি গড়েন তাঁর সঙ্গে।

যদিও শেষপর্যন্ত বিজয়ের হাসি হেসেছে ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য প্রোটিয়াদের ১৫ রান লাগলেও টম কারানের ওভারে তা নিতে পারেনি প্রোটিয়ারা। ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন টম কারান, ক্রিস জর্দান ও মার্ক উড।

সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ২০৪/৭ (২০ ওভার)
(স্টোকস ৪৭*, রয় ৪০, মঈন ৩৯; এনগিদি ৩/৪৮)
দক্ষিণ আফ্রিকাঃ ২০২/৭ (২০ ওভার)
(কক ৬৫, ডাসেন ৪৩*; জর্দান ২/৩১)

Bootstrap Image Preview