Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিক-মার্শালের সেঞ্চুরির দিন নাঈমের ৮ উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪২ AM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪২ AM

bdmorning Image Preview


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তাঁর সেঞ্চুরির ম্যাচে আট উইকেট পান নাঈম হাসান। নাঈমের অসাধারণ বোলিংয়ে উত্তরাঞ্চলকে প্রথম দিনে ২৭২ রানে অলআউট করেছে পূর্বাঞ্চল।

জবাবে ব্যাটিং করতে নেমে তিন রান তুলতেই দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুলের উইকেট হারায় পূর্বাঞ্চল। তিন রান করা পিনাককে ফেরান সঞ্জিত সাহা।

আশরাফুলকে শূন্য রানে বিদায় করেন সানজামুল ইসলাম। পূর্বাঞ্চল পিছিয়ে আছে ২৬৯ রানে। উইকেটে আছেন নাইটওয়াচ ম্যান সাকলাইন সজীব (০*)। আশরাফুল ফেরার পর আর কেউ ব্যাটিংয়ে নামেননি।

১১১ রান তুলতেই পাঁচ উইকেট হারায় উত্তরাঞ্চল। এদের মধ্যে জুনায়েদ সিদ্দিকী (৮), রনি তালুকদার (২৮), তানবির হায়দার (৪) ও অধিনায়ক নাঈম ইসলামকে ফেরান নাঈম।

আরিফুল হককে চার রানে বিদায় করেন পেসার হাসান মাহমুদ। তারপর উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন মুশফিক। জুটি গড়ার পথে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ১১তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

তারপর অল্প কয়েক ওভারের ব্যবধানে অঙ্কন (২৩) ও মোহাম্মদ সাইফউদ্দিনকে (০) বিদায় করেন নাঈম। তারপর সানজামুল ইসলামকে সঙ্গে নিয়ে দলের রানের খাতায় আরও ৫৮ রান যোগ করেন মুশফিক।

২৯ রানে ফিরে যান সানজামুলও। এরপরের ওভারে ফিরে যান মুশফিক। তাঁকে বোল্ড করেন হাসান মাহমুদ। যাওয়ার আগে তাঁর ব্যাটে আসে ১৪০ রান। ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছয়ের মার।

সংক্ষিপ্ত স্কোরঃ

উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭২/১০ (৮২.৪ ওভার)
(মুশফিক ১৪০, নাঈম ৩১; নাঈম ৮/১০৭)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩/২ (৪.১ ওভার)
(পিনাক ৩; সঞ্জিত ১/০)

Bootstrap Image Preview