Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম, মুমিনুলদের পারফরম্যান্সই স্পন্সর না পাওয়ার প্রধান কারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:০০ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:০০ PM

bdmorning Image Preview


গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। মাঠের খেলায় একের পর এক ব্যর্থতা তো আছেই, সাথে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো যোগ হয়েছে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সবমিলিয়ে বেশ অস্থির একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে জাতীয় দল। 

আর এই অবস্থার প্রভাব পড়েছে স্পন্সরের বাজারেও। চলতি বছরের ৩১ জানুয়ারি ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন স্পন্সর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি জাতীয় দলের স্পন্সর হিসেবে আগ্রহও প্রকাশ করেনি কোনো প্রতিষ্ঠান।

অথচ ২০১৫ সালের বিশ্বকাপের পর দেশের অনেক বড় প্রতিষ্ঠানই হুমড়ি খেয়ে পড়েছিল স্পন্সরশিপ পাওয়ার জন্য। সেই বিশ্বকাপের পর থেকে টানা কয়েক বছর দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ দল। ফলে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের আগ্রহের কেন্দ্রে ছিল তারা। 

তামিম, মুমিনুলদের পারফরম্যান্সই যে স্পন্সর না পাওয়ার প্রধান কারণ সেটি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেন, 'এটি আমাদের জন্য বিব্রতকরই। এর আগে আমরা বরং অন্য রকমই দেখেছি । অবশ্য জাতীয় দলের বাজে পারফরম্যান্সই এর মূল কারণ হতে পারে । ২০১৫-র বিশ্বকাপ থেকে জাতীয় দল দারুণ পারফর্ম  করতে শুরু করার পর স্পন্সরদের হুমড়ি খেয়েই পড়তে দেখেছি আমরা। এখন মুখ ফিরিয়ে নেয়াকে তাই বাজে পারফরম্যান্সের ফলই ধরতে হবে।'

তবে এত জাতীয় দলের একের পর এক যাচ্ছেতাই পারফরম্যান্সের মাঝখানে স্বস্তির সুবাতাস বয়ে নিয়ে এসেছে অনূর্ধ্ব ১৯ দলের যুবারা। আকবর আলীদের যুব বিশ্বকাপ জয়ে অনেক প্রতিষ্ঠানই স্পন্সরশিপ পেতে আগ্রহী হবে বলে বিশ্বাস সেই বিসিবি কর্মকর্তার। 

তিনি বলেন, 'কোনো বিডই যখন জমা পড়েনি, তখন হয়তো অন্য ব্যবস্থায় যেতে হবে আমাদের। কিছু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে বসতে হবে। আশা করি আকবরদের সাফল্যে এবার টাইটেল স্পন্সর হওয়ার আগ্রহ দেখাবে অনেক প্রতিষ্ঠানই।'

২০১৮ সালের ৭ আগস্ট দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এরপর ইউনিলিভারের লাইফবয়ের সঙ্গে ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত ১৭ মাসের চুক্তি করে তারা। এই সময়ের মধ্যে ক্রিকেট বোর্ডকে ৩৩ কোটি টাকা দিয়েছে ইউনিলিভার।

Bootstrap Image Preview