Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দারুণ এক রেকর্ড গড়লেন গতিতারকা ডেল স্টেইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০২:২৬ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০২:২৬ PM

bdmorning Image Preview


ইস্ট লন্ডনের বাফালো পার্কে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইন। গতবছরের মার্চের পর এটিই ছিলো স্টেইনের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ।

আর এ ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়েছেন ডানহাতি এ গতিতারকা। বয়স ৩৬ পেরুলেও, বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন স্টেইন। তার চার ওভারের স্পেলের কিছু ডেলিভারি ছিল ৯০ মাইল প্রতি ঘণ্টার। দক্ষিণ আফ্রিকার ১ রানে জেতা ম্যাচে স্টেইনের বোলিং ফিগার ৪-০-৩৩-১।

ইংল্যান্ড ইনিংসের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জস বাটলারকে ডেভিড মিলারের হাতে ক্যাচে পরিণত করেন স্টেইন। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান এ ডানহাতি পেসার।

এ রেকর্ডটি এতদিন ছিলো লেগস্পিনার ইমরান তাহিরের। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত সময়ে ৩৫ ম্যাচে ৬১ উইকেট শিকার করেছেন তাহির। বর্তমানে স্টেইনের উইকেট সংখ্যা ৬২, তিনি খেলেছেন ৪৫টি ম্যাচ।

বলা বাহুল্য, টেস্ট ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৩৯ উইকেট শিকার করেছেন স্টেইন। তবে ওয়ানডে ক্রিকেটে ১৯৪ উইকেট পাওয়া স্টেইনের অবস্থান পঞ্চম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী
১. ডেল স্টেইন - ৪৫ ম্যাচে ৬২ উইকেট, সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট
২. ইমরান তাহির - ৩৫ ম্যাচে ৬১ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৫ উইকেট
৩. মরনে মরকেল - ৪১ ম্যাচে ৪৬ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৪ উইকেট
৪. ওয়েইন পারনেল - ৪০ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট
৫. জোহান বোথা - ৪০ ম্যাচে ৩৭ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট

Bootstrap Image Preview