Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন বাংলাদেশকে বিশেষ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৫ AM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৪৫ AM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ ফেব্রুয়ারির (শুক্রবার) আগে যেকোনো দিনেই সংবর্ধনা পাচ্ছে আকবর আলীর দল।

মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে পৌঁছাবে যুব দল। তাদের বরণ করে নিতে সেখানে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন,

‘আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগামি শুক্রবার একটি তারিখ নির্ধারণ করেছিলেন সংবর্ধনা দেয়ার জন্য। সময়টা খুব কাছাকাছি হওয়ার কারণে, যেহেতু খেলোয়াড়রা এতদিন পর ভ্রমন করে এসেছে, তাদের পরিবারের কাছে যাবেন- সবকিছু মিলিয়ে আমরা ক্রিকেট বোর্ডকে সময় কিছুটা বাড়াতে বলেছি।

তাই এই শুক্রবার না হলেও আগামি শুক্রবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে যেকোনো একদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছেলেদের বরণ করে নেব।’

যুব দলের হয়ে বিশ্বকাপ জেতা তৌহিদ হৃদয়- প্রান্তিক নাবিলরা যেন হারিয়ে না যায় সেখানেও নজর থাকবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

তিনি আরও বলেন,

“তারা যে সাফল্য অর্জন করেছে, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। নিবিড় পরিচর্যা আমাদের করতে হবে। আপনারা জানেন যে আমাদের যে ১১ জন খেলেছে, এরমধ্যে ৮ জনই বিকেএসপি থেকে এসেছে। তারা সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিল।

এরপর বিসিবি তাদের বিদেশে অনুশীলন থেকে শুরু করে বিভিন্ন আসরে অংশগ্রহণ করিয়েছে। তারা আমাদের সম্পদ। তারা যখন সিনিয়র হয়ে আমাদের দলের সঙ্গে খেলবে, তারা যেন সম্পদ হতে পারে, হারিয়ে যেন না যায়- এজন্য যত উদ্যোগ গ্রহন করা যায়, আমরা করব।”

Bootstrap Image Preview