Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:২৬ AM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:২৬ AM

bdmorning Image Preview


চলতি মাসেই অনুষ্ঠিতব্য ঢাকা টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তারকা এই ক্রিকেটার টেস্ট সিরিজে বিশ্রামে থাকবেন।

একমাত্র টেস্টে উইলিয়ামস না থাকলেও সবকিছু ঠিকঠাক থাকলে ফিরবেন সীমিত ওভারের সিরিজে। নিয়মিত টেস্ট অধিনায়ক না থাকায় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।

চোটের কারণে অভিজ্ঞ দুই সদস্যকে দলে পায়নি জিম্বাবুয়ে। কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারাকে ছাড়াই তাই ঢাকা টেস্টে লড়তে হবে জিম্বাবুইয়ানদের। দলে ফিরেছেন করিস এমপুফু। শ্রীলঙ্কার বিপক্ষে কনকাশন চোট পাওয়া নতুন ওপেনার কেভিন কাসুজাও রয়েছেন দলে।

জিম্বাবুয়ে জাতীয় দল আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে। ২২ ফেব্রুয়ারি থেকে টেস্ট শুরুর আগে ঢাকায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ওয়ানডে সিরিজ ১ থেকে ৬ মার্চ এবং টি-টোয়েন্টি সিরিজ ৯ ও ১১ মার্চ মাঠে গড়াবে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডঃ

তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ/মেহেদী হাসান, সৌম্য সরকার/নাজমুল হোসাইন শান্ত,মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, মুশফিকুর রহিম , মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, সাইফুদ্দিন।

জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচি-

১৮-১৯ ফেব্রুয়ারি- দুই দিনের প্রস্তুতি ম্যাচ
২২-২৬ ফেব্রুয়ারি- একমাত্র টেস্ট; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

১ মার্চ- প্রথম ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১১ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

Bootstrap Image Preview