Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:০৭ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:০৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জয় করে দেশে ফেরা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী, বিসিবি সভাপতিসহ ক্রিকেট বোর্ডের পরিচালকরা।

বুধবার বিকাল ৫টায় দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের সংবর্ধনা জানাতে যান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানসহ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটপ্রেমী হাজার হাজার দর্শক।

শুধু বিমানবন্দরেই নয় ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেও হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, আমার বিশ্বাস ওরা আগামী ৪/৫ বছরের মধ্যে ওরা বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিতে পারবে।

এরপর তারা হাইপারফরম্যান্স টিমে থাকবে এরপর পর্যায়ক্রমে অনূর্ধ্ব-২৩ এবং এ দলের হয়ে খেলবে। তাদের খেলায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ জাকির আলী জাকি বলেন, আসলে বিশ্বকাপ জয়ের মুহূর্তটাই অন্যরকম ছিল। এখন টাইগার যুবাদের ভালোভাবে নার্সিং করলে ভালো কিছু হবে। তবে এদের প্রসেসিংয়ের মধ্যে রাখতে হবে।

ফাইনালে পেসারদের বোলিং নিয়ে কোচ জাকির আলী বলেন, বিশ্বকাপের শুরু থেকেই পেসাররা ভালো করেছে। তারা বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব মিলিয়ে ভালো করেছে বলেই শিরোপা জিততে পেরেছে।

Bootstrap Image Preview