Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনেট ও কাইলির মতো তরুণরা জ্বলে উঠেছে এটাই নিউজিল্যান্ডের প্রাপ্তি: উইলিয়ামসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০২:৫৬ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০২:৫৬ PM

bdmorning Image Preview


বাইশ বছর পর ভারতকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড। এই ২২ বছরের মধ্যে ক্রিকেট বিশ্বের প্রায় সকল দলের সঙ্গে খেলেছে ভারত। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয়দের একমাত্র মাটিতে নামিয়ে আনতে পেরেছে কিউইরা।

নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করছেন, যে ভাবে হামিশ বেনেট বা কাইলি জেমিসনের মতো তরুণরা ভারতের বিপক্ষে যেভাবে জ্বলে উঠেছেন এটাই নিউজিল্যান্ডের প্রাপ্তি। উইলিয়ামসন বিশ্বাস করেন সঠিক সময়ে মাথা ঠান্ডা রেখে খেলতে পারার কারণেই সফল হয়েছেন তারা।

এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, 'আমাদের দেশে ছোট বাউন্ডারি এবং পিচের চরিত্রের কারণে বুদ্ধি করে বল করা গুরুত্বপূর্ণ। সেই কাজটা বোলারেরা খুব ভাল করেছে। মোক্ষম সময়ে মাথা ঠান্ডাও রাখতে পেরেছি আমরা।'

বেনেট নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। তাই তাঁর পারফরম্যান্স নিয়ে সন্দেহ ছিল না নিউজিল্যান্ডের। তবে ব্যাটে-বলে জেমিসনের চমক অবাক করে দিয়েছে সবাইকে। অকল্যান্ডে দুর্দান্ত অভিষেকের পরে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি। 

জেমিসনের প্রশংসা করে উইলিয়ামসন বলেছেন, 'সে দারুণ শুরু করল। ওর প্রতিভা আমাদের উৎসাহিত করে তুলেছে। ওই উচ্চতা থেকে আসা বল খেলাও ব্যাটসম্যানদের জন্য সহজ কাজ নয়।'

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ওয়ানডেতে বিরাট কোহলির দলকে হোয়াইটওয়াশ করে বদলা নিয়েছে উইলিয়ামসনের দল। কিউই দলপতির বিশ্বাস বুদ্ধিদীপ্ত খেলা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখায় সফল হয়েছে তাঁর দল।

Bootstrap Image Preview