Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫৯ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫৯ PM

bdmorning Image Preview


নিজের খেলোয়াড়ি জীবন দীর্ঘায়িত করার জন্য এবং শারীরিক বিশ্রামের জন্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।

তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়ার্নারের বিশ্বাস টি-টোয়েন্টি ছাড়লেই কিছুটা স্বস্তি পাবেন তিনি। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ক্রীড়াসূচি দেখে নিতে চান তিনি।

এ প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘টি-টোয়েন্টি থেকে আমি অবসর নিতে চাই। আগে অবশ্য আমাদের ক্রীড়া সূচির কী অবস্থা, সেটা দেখতে হবে। তিনটি ফরম্যাটে খেলে যাওয়া আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।'

যদি যেকোনো একটি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে চান ওয়ার্নার তবে সবার আগে টি-টোয়েন্টি ছাড়বেন বলে নিশ্চিত করেছেন তিনি। শারীরিক বিশ্রামের জন্য এই ওপেনার বিগব্যাশে কোনো দলের সঙ্গে চুক্তিও করেননি।

ওয়ার্নারের ভাষ্য, 'আমার তিন সন্তান। আমার স্ত্রীই ওদের দেখাশোনা করে। ক্রিকেটের জন্য আমার পক্ষে সব সময়ে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো এখন আর সম্ভব হয়ে উঠছে না। যদি একটা ফরম্যাট থেকে আমাকে সরে দাঁড়াতেই হয়, তাহলে আমি কয়েক বছরের মধ্যে টি টোয়েন্টি ছাড়ার কথাই ভাবব।'

তবে যাঁরা টানা তিন ফরম্যাটেই খেলে যাচ্ছেন, তাঁদের প্রশংসাই করেছেন ওয়ার্নার। এই ওপেনার বলেছেন, ‘তিন ফরম্যাটে খেলে যাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ওদের প্রতি শুভকামনা, যারা তিন ফরম্যাটেই খেলে যাচ্ছে। আপনি দেখুন বীরেন্দর শেবাগ বা এবি ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়েরা, যারা বছরের পর বছরে তিন ফরম্যাটে খেলে গেছে, তারা জানে ব্যাপারটা কত চ্যালেঞ্জিং।’

Bootstrap Image Preview