Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি বোলারদের আধিপত্য বিস্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১২:০০ PM আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১২:০০ PM

bdmorning Image Preview


সদ্য সমাপ্ত সিরিজে পাকিস্তানি বোলাররা আধিপত্য বিস্তার করলেও সিরিজের সেরা বোলার হয়েছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। ২ ম্যাচে তিনি ৩ উইকেট শিকার করেছেন।

এই তালিকায় শীর্ষ পাঁচের বাকি চারজনই পাকিস্তানের। প্রত্যেকেরই উইকেট দুটি করে। বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানে ২ উইকেট শিকার করে এই তালিকার দুই নম্বরে জায়গা করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

 ৫৪ রানে ২ উইকেট শিকার করে তিন নম্বরে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ হাসনাইন ৫৬ রানে ২ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে।

তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ভীতি ্ছড়িয়েছেন পাকিস্তানের অভিষিক্ত পেসার হারিস রউফ। তিনি কিছুটা খরুচে ছিলেন। ২ ম্যাচে ৮ ওভার বল করে ৫৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারে। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে বোলাররা লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে বোলাররাও হতাশ করেছেন।

Bootstrap Image Preview