Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হলো স্টুয়ার্ট ব্রডের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:১১ AM আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১১:১১ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে শাস্তির সম্মুখীন হয়েছে স্টুয়ার্ট ব্রড। টেস্টের চতুর্থ দিন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে উদ্দেশ্য করে খারাপ ভাষা ব্যবহার করেন এই ইংলিশ পেসার।

ফলে ব্রডকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামের পাশে। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিলেন ডু প্লেসি।

সেসময় তাঁকে উদ্দেশ্য করে খারাপ ভাষা ব্যবহার করেন ব্রড। এরপর অনফিল্ড আম্পায়ার ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারা অনুযায়ী ব্রডকে লেভেল ওয়ান পর্যায়ে অপরাধী সাব্যস্ত করা হয়।

এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো বাজে শব্দ ব্যবহার করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। যার ফলে আইসিসির শাস্তির মুখে পড়তে হয় ব্রডকে। এর আগে একই টেস্টে শাস্তি পান দক্ষিণ আফ্রিকার বিদায়ী পেসার ভারনন ফিল্যান্ডারও।

ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে আউট করে কটুক্তি করেন তিনি। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

Bootstrap Image Preview