Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবার রেখেই দেশে ফিরছেন তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১০:৪০ AM আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১০:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশের টাইগাররা যখন পাকিস্তান সফরে ব্যস্ত তখন সময়টি ধর্মীয় কাজে লাগালেন তাসকিন। সম্প্রতি সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন তাসকিন। বাবা-মা ও স্ত্রীসহ পরিবারের সকলের সাথে ওমরা পালনে গেলেও ফিরছেন একা ।

৩০ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরার কথা থাকলেও আজই দেশে ফিরছেন তিনি। আজ বেলা ১১:৪০ মিনিটে চট্টগামের শাহ আমানত বিমান বন্দরে নামবেন এই পেসার। কারণ বিসিএল, বিসিবি উত্তরাঞ্চলের হয়ে এবার মাঠ মাতাবেন তিনি।

জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে রয়েছেন দেশের দ্রুত গতির বোলার তাসকিন আহমেদ। বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে মাঠে দেখা গিয়েছিল তাকে। যদিও নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি। তাই বিসিএল দিয়েই দলে ফেরার চেষ্টা থাকবে তার।

বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।  

Bootstrap Image Preview