Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি যেন পিছু ছাড়ছে না ইমরুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১০:১১ AM আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১০:১১ AM

bdmorning Image Preview


বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে ইমরুল কায়েসকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

তাঁর ইনজুরির বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তাঁকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে।

 দলটি ইমরুলকে রিটেইন করেছে। ৩১ জানুয়ারি আসর শুরু হলেও প্রথম ম্যাচে তাঁকে পাচ্ছে না পূর্বাঞ্চল। লাল বলের এই টুর্নামেন্টের দ্বিতীয় অথবা তৃতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

দেবাশিষ জানিয়েছেন, ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছেন। কিন্তু তারা তাঁকে পাকিস্তান সফরের আগে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিসিএলের প্রথম রাউন্ডে ইমরুলের না খেলার কারণ হিসেবে দেবাশিষ জানিয়েছেন, এখন খেলার মধ্যে থাকলে আবারও ইনজুরিতে পড়তে পারেন ইমরুল। এ কারণেই তাঁকে এই পরামর্শ দেয়া হয়েছে।

দেবাশিষ বলেছেন, 'সে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে দ্রুতই সেরে উঠছে। কিন্তু আমরা তাকে বিসিএলের প্রথম রাউন্ডে না খেলার পরামর্শ দিয়েছি। কারণ তাঁর আবারও ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে।'

  

Bootstrap Image Preview