Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সিরিজে কব্জির চোটের কারণে বাদ পড়তে পারেন সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM

bdmorning Image Preview


ফেব্রুয়ারির শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচে নাও দেখা যেতে পারে ওপেনার সাদমান ইসলামকে। এই বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

সাদমান কব্জির চোটে ভুগছেন। ডক্টর কে তিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের হয়ে খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে খেলার সময় এই কব্জির পর চোটে পড়েন সাদমান।

এর ফলে দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। ইনজুরি কাটিয়ে উঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলেছিলেন সাদমান। সম্প্রতি সেই পুরনো চোটই মাথাচাড়া দিয়ে উঠেছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সোমবার তাঁকে ইঞ্জেকশন দেয়া হয়েছে। তাঁকে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তাঁকে না খেলার নির্দেশনা দিয়েছে বিসিবি।

দেবাশিষ বলেছেন, 'কিছুদিন ধরে সে কব্জির চোটে ভুগছে। এই কারণে তাঁকে বিসিএলে না খেলতে বলেছি আমরা। সে সোমবার ইঞ্জেকশন নিয়েছে এবং আগামী দুই-তিনদিন পর আমরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করবো। পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেব পাকিস্তানের বিপক্ষে তাঁকে খেলানো যায় কিনা।'

দেবাশিষ বলেছেন, 'এই ধরণের ইনজুরি নিয়ে সীমিত ওভারের ম্যাচ খেলা যায় কিন্তু যখন কেউ লম্বা ভার্সনের ক্রিকেট খেলবে কষ্টকর হয়ে যাবে।' পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে।

 

Bootstrap Image Preview