Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে নতুন নিয়মে শুরু হতে যাচ্ছে আইপিএল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৬:৩৭ PM আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। এই আসরেই ‘কনকাশন সাব’ নিয়ম রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তবে শুরু হতে যাওয়া আইপিএল হবে নতুন নিয়ম অনুযায়ী।আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম অনুযায়ী-কোনো খেলোয়াড় ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ের সময় আঘাতপ্রাপ্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে পড়লে তার বদলে আরেকজন খেলোয়াড় বাকি অংশে প্রতিনিধিত্ব করতে পারবেন। আগে শুধু সাবস্টিটিউট ফিল্ডার রাখার অনুমতি ছিল। এখন চাইলে বদলি খেলোয়াড় ব্যাটিং, বোলিংও করতে পারবেন।

আইপিএলেও এই নিয়ম চালু হচ্ছে। সেইসঙ্গে ‘নো-বল’ পর্যবেক্ষণের এখতিয়ার তৃতীয় আম্পায়ারের হাতে দেওয়ার বিষয়টি আইপিএলেও প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

সভা শেষে বিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা কনকাশন সাবস্টিটিউট রাখছি, আন্তর্জাতিক ম্যাচের মতো নো-বলের নিয়মও চালু করছি। ফাইনালটা হবে মুম্বাইয়ে।’

Bootstrap Image Preview