Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হতাশাজনক পারফরম্যান্সের জন্যই বাদ সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০২:১৭ PM আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০২:১৭ PM

bdmorning Image Preview


জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। এবার ঘরোয়া ক্রিকেটেও একই পথে হাঁটছেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের ড্রাফটে তাকে কোনো দলই নিতে চায়নি। বিসিবি সূত্র জানিয়েছে, বাজে ফর্মের কারণেই সাব্বিরের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

মূলত জাতীয় লিগের ফর্ম বিবেচনা করে বিসিএলের দল সাজানো হয়। এ লিগে সাব্বিরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পুরো আসরে মাত্র একটি ফিফটি করেন তিনি।

বিপিএলেও ম্লান ছিলেন সাব্বির। ভীষণ রানখরায় ভুগেন তিনি। একপর্যায়ে কুমিল্লা ওয়ারিয়র্সের একাদশ থেকেও বাদ পড়তে হয় তাকে। পুরো টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলেন এ হার্ডহিটার। সেই পথে মাত্র একটি ফিফটি হাঁকাতে পারেন তিনি।

সাব্বির ছাড়াও বিসিএলে দল পাননি বাঁহাতি পেসার আবু হায়দার। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই তিনিও।তবে বড় চমক আরেক পেসার মেহেদী হাসানের বাদ পড়া। বিপিএলে ১৮ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। জাতীয় দলে ঢোকার সম্ভাবনাও জাগিয়েছিলেন এ বাঁহাতি ফাস্ট বোলার। স্বভাবতই বিসিএলে দল না পেয়ে বিস্মিত তিনি। অধিকন্তু গেল জাতীয় লিগেও তার পারফরম্যান্স ছিল ভালো।

Bootstrap Image Preview