Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যথার্থভাবে দক্ষতার প্রয়োগ করতে পারিনি আমরা: মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০১:০৯ PM আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০১:০৯ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা পারফর্মারদের নিয়েই এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দারুণ সামর্থ্য এবং দক্ষতা নিয়ে পাকিস্তান গেলেও সেই ক্রিকেটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, তাঁর দলের ক্রিকেটাররা দক্ষতার প্রয়োগ যথেষ্ট ভালোভাবে করতে পারেনি। যেমনটা করে দেখিয়েছে পাকিস্তান। তাই দলীয় পারফরম্যান্স নিয়ে হতাশ মাহমুদউল্লাহ।

সিরিজ শেষে তিনি বলেছেন, 'প্রতিভা আছে, সম্ভাবনা আছে, কিন্তু আমরা নিজেদের দক্ষতার প্রয়োগ যথেষ্ট ভালোভাবে করতে পারিনি। ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি, যেটা ওরা করেছে। আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি, পারফর্ম করতে পারিনি। মাঠের খেলা নিয়ে আমি কিছুটা হতাশ।'

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৫ ও পরেরটি ৯ উইকেটে হারে বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে দ্রুতই নিজেদের ভুলত্রুটি সুধরে নিতে চান মাহমুদউল্লাহ।

তাঁর ভাষ্য, 'আমাদের দেখতে হবে, কোন কোন জায়গায় আমরা উন্নতি করতে পারি। এই সংস্করণে আমাদের ক্রমাগত উন্নতি করে যাওয়া প্রয়োজন। এই মুহূর্তে আমাদের হাতে আছে বেশ তরুণ একটা দল। ওদের যথেষ্ট সুযোগ দিতে হবে, সময় দিতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য। এরপর হয়তো ওরা ভালো পারফরম্যান্স করতে পারবে।'

Bootstrap Image Preview