Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমন দল না বাংলাদেশ: মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ১২:৫৭ PM আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ১২:৫৭ PM

bdmorning Image Preview


সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের এর চেয়ে ভালো দল মনে করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে হার নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

সিরিজ শেষে মাহমুদউল্লাহ বলেছেন, 'ক্রিকেটীয় দিক থেকে বলব আমরা আমি খুব হতাশ নিজেদের পারফরম্যান্সে। আমরা আসলে এরচেয়ে ভালো দল। পাকিস্তানিদের কৃতিত্ব দিতে হবে। প্রথম ম্যাচে আমরা কিছুটা লড়াই করেছিলাম। পরের ম্যাচে তারা সহজেই জিতেছে। এখন আমাদের বসতে হবে, ভাবতে হবে কোথায় উন্নতি করা দরকার। এই একটা ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির জায়গা আছে।  আমাদের দলটা তরুণ। তাদের সময় দিতে হবে।’

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচটিতে তারা হারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকলেও পাফর্ম করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেটা না হওয়ায় হতাশ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেছেন, ‘তারা এক নম্বর দল, আমরা নয় নম্বর। কিন্তু আমরা আরও ভালো পারফর্ম করতে চেয়েছি। যেটা আমরা করতে পারিনি। আমাদের সম্ভাবনা ছিল, প্রতিভা ছিল কিন্তু প্রয়োগ করতে পারিনি। তারা আমাদের থেকে ভালো করেছে।’

Bootstrap Image Preview