Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্যালেন্সিয়ার মাঠে ভরাডুবি বার্সেলোনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০২:৪১ PM আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০২:৪২ PM

bdmorning Image Preview


স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। কেউ কাউকে ছাড় না দেয়ার লড়াইয়ে এবার খানিক পিছিয়েই গেলো বার্সেলোনা। যার ফলে রিয়ালের সামনে সুযোগ এসেছে এগিয়ে যাওয়ার।

শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে রীতিমতো ভরাডুবিই হয়েছে বার্সার। প্রথমে আত্মঘাতী ও পরে ম্যাক্সিমিলানো গোমেজের গোলে ০-২ ব্যবধানে পরাজিত হয়েই ঘরে ফিরেছে কিকে সেতিয়েনের দল।

অথচ ম্যাচের সকল পরিসংখ্যান ছিলো বার্সার পক্ষেই। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছেন মেসি-গ্রিজম্যানরা। এমনকি আক্রমণও করেছে ১৪ বার। কিন্তু তারা লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ৫টি শট। যেগুলোও খুব বেশি জোরালো ছিলো না।

অন্যদিকে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার আক্রমণগুলো ছিলো দারুণ গোছানো। মাত্র ৮ বার তারা আক্রমণ করলেও লক্ষ্যে রাখতে পেরেছে ৬টি শট। যার মধ্যে দুইটিই প্রবেশ করেছে জালে। বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান অন্তত গোটা চারেক দুর্দান্ত সেভ না দিলে বিশাল পরাজয়ই পেতে হতো ক্লাবটিকে।

ভ্যালেন্সিয়া এগিয়ে যেতে পারত ম্যাচের নবম মিনিটেই। নিজেদের ডি-বক্সের মধ্যে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার লুইস গায়াকে ফাউল করেন জেরার্ড পিকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু গোমেজের নেয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন স্টেগান। প্রথমার্ধে আরও তিনটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে লিড পেতে একদমই সময় নেয়নি ভ্যালেন্সিয়া। ম্যাচের ৪৮ মিনিটের সময় গোমেজের জোরালো শট জর্দি আলবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। পরে ৭৭ মিনিটে কোনাকুনি এক শটে দলের জয় নিশ্চিত করেন ম্যাক্সিমিলানো গোমেজ।

এ পরাজয়ের ফলে ২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৪৩। তাদের এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। আজ (রোববার) রিয়াল ভায়োদলিদের বিপক্ষে হার এড়াতে পারলেই শীর্ষে উঠে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা।

Bootstrap Image Preview