Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগুয়েরোর গোলেই ইউনাইটেডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ম্যান সিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১১:৩৩ AM আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১১:৩৩ AM

bdmorning Image Preview


ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও কুন আগুয়েরো। শুধু ক্লাবের ইতিহাসেরই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেরও অন্যতম সেরা খেলোয়াড় ৩১ বছর বয়সী আগুয়েরো।

তিনি কেন সেরা- তা প্রমাণ করেন বারবার। সর্বশেষ মঙ্গলবার রাতে আরও প্রমাণ করলেন এটি, দলকে উদ্ধার করেছেন কঠিন চাপ থেকে, এনে দিয়েছেন স্বস্তির জয়। আগুয়েরোর গোলেই শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যান সিটি।

এ নিয়ে শেষ তিন ম্যাচে আগুয়েরোর গোলসংখ্যা দাঁড়ালো ৬। অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়ে হ্যাট্রিকের রেকর্ড গড়েছিলেন আগুয়েরো । পরের ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার জোড়া গোলেই কোনোমতে ড্র করতে পেরেছিল সিটিজেনরা। আর এবার শেফিল্ডের বিপক্ষেও ত্রাতার ভূমিকায় কুন আগুয়েরো।

মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ম্যান সিটিই। কিন্তু কাজের কাজ গোলটি তারা করতে পারেনি ম্যাচের প্রথমার্ধে। ৩৬ মিনিটের সময় পেনাল্টি পেলেও, সেটি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান তরুণ হেসুস।

শেষপর্যন্ত দলকে জেতানোর জন্য ৬৭ মিনিটে নামানো হয় দারুণ ছন্দে থাকা আগুয়েরোকে। ছয় মিনিটের মধ্যেই কেভিন ডি ব্রুইনের বুদ্ধিদীপ্ত পাস ধরে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এ গোলের সুবাদে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

এ জয়ের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।

Bootstrap Image Preview