Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরাইদ এলাকা গুলশান-বনানী চেয়েও সুন্দর হবে: আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০৩:০০ PM আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০৩:০০ PM

bdmorning Image Preview


গুলশান-বনানী-হাতিরঝিলের থেকেও ভাটারার বেরাইদ এলাকা হবে সুন্দর ও উন্নত বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নির্বাচনি গণসংযোগে রাজধানীর বেরাইদ মুসলিম হাই স্কুল মাঠে এ কথা বলেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, বেরাইদের রাস্তা প্রশস্ত করা হবে, উদ্ধার করা হবে দখল হওয়া খাল। আমি আগের নির্বাচনের প্রচারণার সময় এই এলাকায় এসেছিলাম। তখন ১০০ ফিট রাস্তা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মানুষদের দুর্ভোগ আমি খুব কাছ থেকে দেখেছি। বিগত নয় মাসে রাস্তার অবস্থা আগের যে কোনো সময়ের থেকে এখন ভালো। এ এলাকাসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের জন্য চার হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ একনেকে পাস হওয়ার অপেক্ষায় আছে।

আতিকুল বলেন, এই ৪২ নম্বর ওয়ার্ডসহ নতুন ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে নগর পরিকল্পনাবিদদের নিয়ে মাস্টারপ্ল্যান করা হয়েছে। এই এলাকার প্রতিটি রাস্তা চওড়া হবে, ড্রেন হবে, রাস্তায় বাতি থাকবে। কথা দিচ্ছি আমি মেয়র নির্বাচিত হলে এই এলাকা গুলশান-বনানী থেকে উন্নত হবে।

এ সময় ৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পরিচয় করিয়ে দেন আতিক।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ বজলুল এবং সাধারণ সম্পাদক মান্নান কচিসহ অন্যরা। 

Bootstrap Image Preview