Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রিমিয়ার লিগে লিভারপুলকে থামানোর কেউ নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৩:১২ PM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৩:১২ PM

bdmorning Image Preview


ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলকে থামানোর যেনো কেউ নেই। লিগের প্রথম অর্ধে তাও ড্র করতে সক্ষম হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয় অর্ধে এসে সেই ম্যান ইউকেও হারিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। যার ফলে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকলো অলরেডরা।

রোববার রাতে নিজেদের ঘরের মাঠে ম্যান ইউকে আতিথেয়তা দিয়েছিল লিভারপুল। মাঠে স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে ম্যান ইউ। কিন্তু কাজের কাজ গোলটি তারা পায়নি। তবে ভার্জিল ফন ডাইক এবং মোহামেদ সালাহর গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে লিভারপুল।

ফন ডাইকের গোলে এসিস্ট করেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড আর সালাহকে বল বাড়িয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। চলতি লিগে ডাইকের এটি চতুর্থ গোল আর আর্নল্ডের নবম এসিস্ট। অন্যদিকে অ্যালিসনের প্রথম এসিস্টে ম্যান ইউর বিপক্ষে নিজের প্রথম গোলটি করেন সালাহ।

ম্যাচের প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন ফন ডাইক। নিজের রক্ষণভাগ সামলানোর দায়িত্বটা দারুণভাবে পালন করে তিনি আক্রমণে উঠে যান লিভারপুল যখন কর্ণার পায়। ১৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডের কর্ণার থেকে সরাসরি হেডে ম্যাচের প্রথম গোলটি করেন ফন ডাইক।

এরপর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের দেখা মেলে অ্যানফিল্ডে। দুই দলই খেলতে থাকে সমান তালে। আক্রমণ-রক্ষণের দৃঢ়তায় জমে ওঠে ম্যাচ। কিন্তু দুই দলের কেউই পারেনি গোলের জাল স্পর্শ করতে।

অপেক্ষার অবসান ঘটে ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে। গোলরক্ষক অ্যালিসনের কাছ থেকে সরাসরি লম্বা পাস পেয়ে একক নৈপুণ্যে ম্যান ইউ গোলরক্ষককে পরাস্ত করেন মোহামেদ সালাহ। উদযাপন করেন নিজের জার্সি খুলে। এর কারণে হলুদ কার্ড অবশ্য দেখতে হয়েছে তাকে।

এ ২-০ গোলের জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। ২২ ম্যাচে ২১ জয় ও ১ ড্রতে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। বাকি ১৬ ম্যাচের মধ্যে আর মাত্র ১০টিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। কেননা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট।

Bootstrap Image Preview