Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পন্টিং-ধোনিদের টপকে গেলেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০১:৫০ PM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০১:৫০ PM

bdmorning Image Preview


ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। এই রেকর্ড গড়ার পথে স্বদেশী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে পেছনে ফেলেছেন কোহলি।

রবিবার (১৯ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮৯ রান করেন কোহলি। সেই ইনিংসটি খেলার পথে এই রেকর্ড গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।

ভারতের অধিনায়ক পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৮২ ইনিংসে। এই তালিকায় দুই নম্বরে থাকা ধোনির পাঁচ হাজার রান স্পর্শ করতে সময় নিয়েছেন ১২৭ ইনিংস।

তালিকায় তিনে থাকা পন্টিংয়ের লেগেছে ১৩১ ইনিংস। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। তাঁর প্রয়োজন হয় ১৩৫ ইনিংস।

এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অধিনায়ক থাকাকালীন ১৩৬ ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন গাঙ্গুলি।

Bootstrap Image Preview