Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হার্দিকের ইনজুরি কাটাতে চলছে রিহ্যাব প্রক্রিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০১:১৫ PM

bdmorning Image Preview


আগামি সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে তারা। এই সফরে অনিশ্চিত দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

কোমরের নিচের অংশের ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে হার্দিক। এই পেস অলরাউন্ডারের রিহ্যাব প্রক্রিয়া এখনো চলছে। হার্দিকের ইনজুরি সেরে ওঠার প্রত্যাশায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেল।

বিসিসিআইয়ের একটি সূত্র মিডিয়াকে বলেছে, 'দল নির্বাচন করার জন্য অনেক বেশি ভাবার কোনো কারণ নেই। হার্দিকের ইনজুরি সেরে ওঠা গুরুত্বপূর্ণ।

জাতীয় ক্রিকেট একাডেমী যখনই হার্দিককে খেলার জন্য ফিট বলে ঘোষণা করবে তখনই সে অটো চয়েস হিসেবে দলে জায়গা করে নেবে। নির্বাচকরা তার জন্য অপেক্ষা করবে।'

শেষ পর্যন্ত হার্দিক যদি সুস্থ না হয় তাহলে সুরিয়াকুমার যাদবকে বেছে নেবেন নির্বাচকরা, এমনটাও বলেছে সেই সূত্র। এই সফরের ওয়ানডে দলে ফিরতে পারেন আজিঙ্কা রাহানে। বাদ যেতে পারেন ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদব।

'কেদার ২০২৩ সালের বিশ্বকাপে খেলবে না। এখন সে বোলিংও করে না। সে যেহেতু টি-টোয়েন্টি দলে নেই, তাই তাকে নিউজিল্যান্ডে উড়িয়ে নেয়ার মানে নেই। সুরিয়া অথবা রাহানেকে নেয়া যেতে পারে।', সূত্রটি আরো বলেছে।
 

Bootstrap Image Preview