Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্ট ক্রিকেটের প্রদর্শনীতে ব্যাস্ত জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ১১:১২ AM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ১১:১২ AM

bdmorning Image Preview


নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের সবশেষ টেস্ট হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। আর সবমিলিয়ে ২০১৮ সালের নভেম্বরে শেষবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে খেলেছিল রোডেশিয়ানরা। মাঝে ২০১৯ সালটা বেশ অস্থিরতার মধ্যেই কেটেছে জিম্বাবুয়ের ক্রিকেটের।

তবে সেসব কাটিয়ে নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে টেস্ট ক্রিকেট ফিরেছে জিম্বাবুয়ের। প্রায় আড়াই বছর পর নিজেদের মাঠে টেস্ট খেলতে নেমে সত্যিকারের টেস্ট ক্রিকেটের প্রদর্শনীই করেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে সারাদিন ব্যাটিং করে ২ উইকেটের বিনিময়ে তারা করেছে ১৮৯ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার কেভিন কাসুজা ও প্রিন্স মাসভাউরে। দুজন মিলে ৫০.১ ওভার খেলে গড়েছেন ৯৬ রানের উদ্বোধনী জুটি। দারুণ এক ক্যাচে জুটি ভাঙেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে।

আউট হওয়ার আগে প্রায় সাড়ে তিন ঘণ্টার ব্যাটিংয়ে ১৪৯ বলে ৫৫ রান করেন মাসভাউরে। তবে তখনও চালিয়ে যান অভিষিক্ত কাসুজা। তিনি আউট হন দিন শেষের কিছুক্ষণ আগে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় ২১৪ বল খেলে ৬৩ রান করেন কাসুজা। ফুলটস বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

দিনের শেষভাগটা নির্বিঘ্নেই কাটিয়েছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। এরই মধ্যে ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে অপরাজিত রয়েছেন আরভিন ও টেলর দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ১৩ রান নিয়ে।

Bootstrap Image Preview