Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্দান্ত জয়ে সিরিজ জিতে নিলো কোহলিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ১০:২০ AM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ১০:২০ AM

bdmorning Image Preview


প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ১০ উইকেটের ব্যবধানে। সবাই ভেবেছিল, এই সিরিজে বুঝি অস্ট্রেলিয়ার কাছে উড়ে যাবে ভারত। কিন্তু না, ঘটলো উল্টোটা। পরের দুই ম্যাচে টানা জিতে সিরিজ নিজেদেরই করে নিলো স্বাগতিক ভারত। আজ ব্যাঙ্গালুরুতে রোহিত শর্মার সেঞ্চুরি এবং বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে জিতেছে ভারতীয়রা।

মুম্বইয়ের দাপুটে জয়ে সিরিজের শুরুতেই লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। রাজকোটে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। ব্যাঙ্গালুরুতে তৃতীয় তথা নির্নায়ক ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরলো টিম ইন্ডিয়া।

টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে। দুর্দান্ত শতরান করেন স্টিভেন স্মিথ। জবাব দিতে নেমে ভারত ৪৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

টিম ইন্ডিয়াকে দায়িত্বসহকারে জয়ের মঞ্চে দাঁড় করিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। বরং বলা ভালো ভাইস ক্যাপ্টেন রোহিতই এদিন ভারতের ৭ উইকেটে জয়ের ব্লু-প্রিন্ট ছকে দেন।

Bootstrap Image Preview