Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লাহদের নিরাপত্তার জন্য পাকিস্তানের ১০ হাজার পুলিশ মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৪:৩৯ PM আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২২ তারিখ পাকিস্তান সফরে যাবে টাইগাররা। প্রথম ধাপের এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ খেলবে মাহমুদউল্লাহরা।

এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। যেখানে টাইগারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পাঞ্জাব রাজ্য সরকার।

বাংলাদেশ দলের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে থাকবে কুইক রেসপন্স ফোর্স, আর্মি কমান্ডোস ও র‍্যাঞ্জার্সের ১৯জন সদস্য। স্টেডিয়ামের ভেতর ও বাইরের প্রবেশ পথগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই হবে রাতে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Bootstrap Image Preview