Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, আগষ্ট ২০২০ | ২৬ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

পিএসজিতে মারকুইনহোসের ৪ বছরের চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৫:২৫ PM আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৫:২৫ PM

bdmorning Image Preview


ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইর সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মারকুইনহোস। ক্লাব সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।

২৫ বছর বয়সী মারকুইনহোস ২০১৩ সালে রোমা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত খেলেছেন ২৭১টি ম্যাচ। পাঁচটি লিগ ওয়ান শিরোপাসহ ১৪টি বড় শিরোপা উপহার দিয়েছেন পিএসজিকে।

গত বছর বার্তা সংস্থা এএফপি’কে মারকুইনহোস জানিয়েছিলেন পার্ক ডি প্রিন্সেসেই তিনি ক্যারিয়ার শেষ করতে চান। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘যদি সব কিছু সঠিক পথে থাকে, আমিও এখানে সন্তুষ্ট থাকি, সকলে মিলে যা চাচ্ছি সেই লক্ষ্য পূরণের পথে একে অপরকে সহযোগিতা করতে পারি তবে কেন থাকবো না।’

মৌসুমের শেষে আরো বেশ কয়েকজনের সাথে পিএসজির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলেন ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানি, অধিনায়ক থিয়াগো সিলভা, ফুল-ব্যাক থমাস মুইনিয়ার ও লেভিন কুরজাওয়া।
আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি।
সূত্রঃবাসস

Bootstrap Image Preview