Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৪ AM আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল-অর্ডার মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ১০২ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। সিরিজে নিউজিল্যান্ড সিরিজে গুটি কয়েক প্রাপ্তির মধ্যে এটি একটি। দলের এমন পারফরম্যান্সে সবাই হতাশ বলে জানিয়েছেন মাশরাফি

তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য ৩৩১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে ২ দশমিক ১ ওভারে ৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ইকবাল-সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার লিটন দাস ১ রান করেন। শুরুর ধাক্কা সামলে ৩৮ রানের জুটিও গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ৬১ রানের মধ্যে বিদায় হন দু’জনেই। ফলে প্রথম দু’ম্যাচের মত এবারও একশ’র আগে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৯৪ রানে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৯৩ রানে ৫ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। ১০০ রানের আগে ৫/৬ উইকেট হারানোটা এবারের সিরিজে অভ্যাসে পরিনত করেছিল টাইগাররা। এরপর ঘুড়ে দাড়ানোর চেষ্টা করেও সফল হয় তারা। অবশ্য ম্যাচ জয় আর সম্ভব হয়নি। প্রথম ম্যাচে ঘুড়ে দাড়াতে নেতৃত্ব দেন মোহাম্মদ মিথুন। বুধবার দেন সাব্বির। মিথুন দু’ম্যাচে হাফ-সেঞ্চুরিতে থামলেও সেঞ্চুরি তুলে নেন সাব্বির। তাই সিরিজের শেষ ম্যাচ হেরে হতাশ হলেও সাব্বিরের সেঞ্চুরিকে প্রাপ্তি হিসেবে দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘সাব্বির দুর্দান্ত সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটাই আমাদের জন্য ইতিবাচক প্রাপ্তি।’

নিউজিল্যান্ড ইনিংসে ৩৫ ওভার পর্যন্ত দল লড়াইয়ে ছিলো বলে মনে করেন মাশরাফি। কিন্তু শেষদিকে জেমস নিশামের ২৪ বলে ৩৭ রান ম্যাচের পরিস্থিতি পরিবর্তন করে দেয় বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘বোলিংয়ে ৩৫তম ওভার পর্যন্ত আমরা ভালোভাবে লড়াইয়ে ছিলাম। এরপর প্রয়োজনের সময়ে আমরা উইকেট নিতে পারিনি। শেষদিকে তারাও ভালো ব্যাট করেছে। বিশেষ করে নিশামের ব্যাটিংয়ের কারণে পিছিয়ে গেছি আমরা। এমন পারফরম্যান্সে ছেলেরা সবাই হতাশ।’

Bootstrap Image Preview