Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে সাব্বিরের সেঞ্চুরি উদযাপন পছন্দ হয়নি মাশরাফির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview



আন্তর্জাতিক ক্রিকেটে চার বছর খেলার পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন সাব্বির রহমান। স্বাগতিক নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১০ বলে ১০২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

কিন্তু তাঁর সেঞ্চুরির থেকে সেঞ্চুরি উদযাপন বেশি আলোড়ন সৃষ্টি করেছে। সেঞ্চুরির পর এক হাতে ব্যাট নিয়ে লাফ দিয়ে বকবক করে সাব্বির কি বলতে চেয়েছিলেন সেটি সাব্বিরই ভালো জানেন। তবে ক্যাপ্টেন মাশরাফির কাছে তা ভালো লাগেনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ থাকা অবস্থায় শাস্তির মেয়াদ  এক মাস কমিয়ে নিউজিল্যান্ড সিরিজে দলে রাখা হয় সাব্বিরকে। তাঁর দলে ফেরানো নিয়ে  বেশ সমালোচনা হয়েছে । তাঁর পরেও ক্যাপ্টেনের চাওয়াতে তাকে দলে নেওয়া হয় সাত নম্বর পজিশনে ব্যাটিং করানোর জন্য। কারণ সাত নম্বর পজিশনে তাঁর বিকল্প কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
 
সাব্বিরের এই সেঞ্চুরিরতে মাশরাফি বেশ খুশি হয়েছেন । ম্যাচ শেষে তিনি জানিয়েও দিয়েছেন,সাব্বির দুর্দান্ত সেঞ্চুরি করেছে। আজকের ম্যাচে এটাই আমাদের জন্য ইতিবাচক প্রাপ্তি।

কিন্তু সাব্বিরে সেঞ্চুরি উদযাপন পছন্দ হয়নি মাশরাফির ড্রেসিং রুমে সেট সাব্বিরকে জানিয়েছেন ম্যাশ।
সেঞ্চুরির পর ক্যাপ্টেন তাকে ড্রেসিং রুমে জিজ্ঞাসা করেন তখন সাব্বির জানান,‘ওকে  আমি বলতে চেষ্টা করেছি, আমার ব্যাট অনেক দিন পর কথা বলেছে।’
 
সাব্বিরের কথার প্রেক্ষিতে ম্যাশ  বলেন, ‘ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।’ ‘আমি আশা করি, ও যা করেছে, তা এই সিরিজেই থেমে থাকবে না। সামনে আমাদের অনেক খেলা। ও এমন আরও অনেক পারফরম্যান্স করবে।’

সাব্বিরের কাছ থেকে বড় কিছু আশা করছিলেন বলেই তাকে দলে চেয়েছিলেন মাশরাফি । সাব্বির তাঁর আশার প্রতিদান কিছুটা হলেও দিয়েছেন। মাশরাফিও তাঁর কাছে থেকে  ভবিষ্যতেও এমন পারফম্যান্স আশা করেন কিন্তু কাউকে জবাব দেওয়ার উদযাপন নয়।

Bootstrap Image Preview