Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্লেমিংকে ছাড়িয়ে নতুন শিখরে টেইলর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


স্টিফেন ফ্লেমিংকে টপকে গেলেন রস টেলর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন টেলর। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেন টেলর। এই ম্যাচে ৬৯ রান করেন তিনি।

একদিনের ক্রিকেটে টেলরের রান এখন ৮০২৬। প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের একদিনের ক্রিকেটে ৮০০৭ রান র‌য়েছে। ৮ হাজারীর ক্লাবে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ডের হয়ে স্টিফেন ফ্লেমিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আজ এই কীর্তি গড়েছেন রস টেইলর। আট হাজার রান করতে ফ্লেমিংকে খেলতে হয়েছিল ২৭৯টি ম্যাচ।

কিউইদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নাথান অ্যাসটেলে ৭০৯০ এবং ৬৪৪০ রান নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মারটিন গাপটিল।

নিউজিল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান ও অর্ধশতরানের মালিকও এখন টেলর। ওয়ানডে অভিষেক তার ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দীর্ঘ ১৪ বছরে ওয়ানডে ম্যাচ খেলেছেন ২১৮টি। ব্যাট করেছেন ২০৩ ইনিংস। লম্বা ক্যারিয়ারে ২০টি শতক আর ৪৭টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। 

টেস্টেও ফ্লেমিংয়ে টপকে যাওয়ার সুযোগ রয়েছে টেলরের সামনে। কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রানের মালিক বর্তমানে ফ্লেমিং। আর ৬৪৯ রান করলেই ফ্লেমিংকে টপকে যাবেন টেলর।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আট হাজার রান করার তালিকায় রস টেলর রয়েছেন চতুর্থ স্থানে। শীর্ষে আছেন বিরাট কোহলি। দুই ও তিনে যথাক্রমে এবিডি'‌ভিলিয়ার্স এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

Bootstrap Image Preview