Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডে দলে যুক্ত করা হলো মোমিনুলকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৬ AM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


দ্বিতীয় ওয়ানডে হারের পরই জানা গিয়েছিল হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন মোহাম্মদ মিঠুন। আর পাজরের পুরনো ব্যাথা আবার ফিরে এসেছে মুশফিকের। তাই এই দুই ক্রিকেটারকেই রাখা হয়েছিল ৪৮ ঘন্টার অবজারভেশনে। তবে আশানুরুপ উন্নতি না হওয়ার বুধবার ভোরে শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত হলেন মোমিনুল হক। 

মুমিনুলের ওয়ানডে দলে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, ‘মুশফিক-মিঠুনের স্ক্যান করানোর জন্য কোন আমরা এখনো কোন স্লট পাইনি। কাল(মঙ্গলবার) তাদের স্ক্যান হতে পারে। এরপরও বোঝা যাবে তারা খেলার মতো অবস্থায় আছে কিনা। আপনারা জানেন মুমিনুল দলের সঙ্গেই আছে শুরু থেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ১৫ জনের স্কোয়াডে এখন সে যুক্ত হয়েছে।’

টেস্টে প্রস্তুতি জন্য বিপিএল শেষ হওয়ার আগেই ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পাড়ি জমান মোমিনুল ও সাদমান ইসলাম অনিক। এরপর প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে ছিলেন, বদলি ফিল্ডার হিসেবে মাঠেও নেমেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডের পর ক্রাইস্টাচার্চেই টেস্ট স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে থেকে গিয়েছিলেন তিনি। এবার তৃতীয় ওয়ানডের জন্য সোমবার ক্রাইস্টচার্চে টেস্ট স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলন থেকে ডানেডিনে ভেন্যুতে নিয়ে আসা হয় মুমিনুল।

এদিনে জানা গেছে শেষ ওয়ানডেতে মোহাম্মদ মিঠুনের খেলার সম্ভাবনা খুবই কম। দলের ফিজিও প্রাথমিকভাবে জানিয়েছেন যদি মিঠুনের চোটের মাত্রা গ্রেড-ওয়ানও হয় তবে অন্তত সপ্তাহ খানেক বিশ্রামে থাকতে হতে পারে তাকে। সেক্ষেত্রে প্রথম টেস্টের আগে মাঠে নামতে পারছেন না তিনি। অন্যদিকে ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে নতুন করে পাঁজরে চোট পাওয়া মুশফিকুর রহিমের অবশ্য খেলার সম্ভাবনা আছে। 

Bootstrap Image Preview