Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচ সেঞ্চুরি করে এক টাকাও পারিশ্রমিক বাড়লো না আশরাফুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৫ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview


গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলেন টাইগার দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু আসন্ন ডিপিএলে কলাবাগান ক্রীড়াচক্রের দলে দেখা যাবে না  এই ডান হাতি ব্যাটসম্যানের। 

আগামী মাসে শুরু হতে যাওয়া ডিপিএলে নতুন দল মোহামেডানে নাম লিখিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। কিন্তু দল বদল করলেও এক টাকাও বাড়েনি তাঁর পারিশ্রমিক।  

ডিপিএলের গেল আসরে ১৫ লাখ টাকায় খেলেছিলেন অ্যাশ।  এবারো তাকে একই অর্থে খেলতে হবে। অথচ গত প্রিমিয়ার লিগে পাঁচ সেঞ্চুরি হাকাঁনোর পরও তার পারিশ্রমিক বাড়েনি এক টাকা।

নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলের ষষ্ঠ আসরে ফিরলেও ব্যর্থ হয়েছে তাঁর ব্যাট। ঘরোয়া ক্রিকেটের এই বড় মঞ্চে ব্যর্থতার দায় নিজের ভাগ্যকেই দিয়েছেন। তবে হাল ছাড়তে রাজি নন তিনি। 

আবারো ভালো পারফম্যান্স করে জাতীয় দলের জার্সিটা আদায় করতে চান। গত বারের মত এবারের ডিপিএলেও নিজের সেরাটা দিতে চান তিনি।   


 

Bootstrap Image Preview