Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি লিগ, ডিপিএল শুরু ৮ মার্চ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৮ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview


আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবার আসরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই খেলা হবে। আসছে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে টি-টুয়েন্টি লিগ। আর ওয়ানডে লিগ শুরু হবে আগামী ৮ মার্চ।

তার আগে আজ ঢাকা প্রিমিয়ার লিগ অংশ নেওয়া ১২টি দলকে নিয়ে প্লেয়ার ড্রাফটের ক্রিকেটারদের বেছে নেওয়া হয়। তবে ডিপিএলের এই আসরে পঞ্চপান্ডপের মাশরাফি ও মাহমুদুল্লাহ ছাড়া আর কেউই অংশ নেবেন না। 

২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনে টি-টোয়েন্টি ফরম্যাট হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বের লড়াইয়ে অংশ নেবে। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১৫টি। 

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম এবং বিকেএসপির মাঠে হবে গ্রুপপর্বের সব ম্যাচ। একদিনে ভিন্ন ভিন্ন মাঠে হবে তিনটি করে ম্যাচ। ঢাকা লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকলে টি-টোয়েন্টি লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন না।

১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায়। ফাইনাল ম্যাচটি হবে রাতে। সেমিফাইনাল ও গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করা হবে দিনে-দিনেই।

Bootstrap Image Preview